আজকের দিনেই রহস্যমৃত্যু হয়েছিল শ্রীদেবীর, কী ঘটেছিল সেই রাতে?

নিউজটাইম ওয়েবডেস্ক : ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি, প্রয়াত হয়েছিলেন বলিউডের অন্যতম নক্ষত্র শ্রীদেবী। দুবাইয়ের একটি বিলাসবহুল হোটেল রুমে তাঁর মৃতদেহ পাওয়া গিয়েছিল। মাত্র ৫৪ বছর বয়স তখন তার।হোটেল রুমের বাথটবে অচৈতন্য অবস্থায় পাওয়া গিয়েছিল শ্রীদেবীকে।সেই সময় হোটেল রুমে ছিলেন কেবল শ্রীদেবীর স্বামী বনি কাপুর।তদন্ত শেষে রিপোর্টে তাঁর মৃত্যুর কারণ লেখা ছিল ‘অ্যাক্সিডেন্টাল ড্রাউনিং’ অর্থাৎ আকস্মিক তলিয়ে যাওয়া। কিন্তু তা বিশ্বাস করতে চান না অনেকে। কী হয়েছিল সেই রাতে?

অভিনেতা মোহিত মারওয়া বিয়েতে গিয়েছিলেন শ্রীদেবী। সঙ্গে ছিলেন স্বামী বনি কাপুর এবং এক কন্যা খুশি। বিয়ে শেষে স্বামী এবং সন্তান খুশি ফিরে গেলেও, দুবাইতে কয়েকদিন থাকতে চেয়েছিলেন শ্রীদেবী। ছিলেন ‘জুমেইরা এমিরেটস টাউয়ার’ নামক একটি বিলাসবহুল হোটেলে। কারণ আরেক মেয়ে খুশি মায়ের কাছে আবদার করে একটি শপিং এর তালিকা পাঠিয়েছিলেন।শ্রীদেবী ভেবেছিলেন ২১ তারিখ সেইসব কিনবেন। কিন্তু যে ফোনে লিস্ট ছিল, সেই ফোন হারিয়ে ফেলেছেন। ফলে সেই দিনটি হোটেল রুমে কাটিয়ে দেন।এমনকি ২২ তারিখ এবং ২৩ তারিখও ঐ ঘরে বন্দী থেকেই বন্ধুদের সঙ্গে ফোনে কথা বার্তা বলে কাটিয়ে দেন।এদিকে শ্রীদেবীর স্বামী ঠিক করেন দুবাই ফেরত গিয়ে স্ত্রীকে চমকে দেবেন।

পরিকল্পনামতো বনি কাপুর পৌঁছান সেই হোটেলে। তাঁকে দেখে খুব খুশি হয় শ্রীদেবী। দুজনে ঠিক করেন রোম্যান্টিক ডিনারে যাবেন। শ্রীদেবী স্নান করতে হোতেলের বাথরুমে ঢোকেন। বেশ কিছুটা সময় পেরিয়ে গেলেও শ্রীদেবী স্নান করে না বেরোলে বনি দু’বার ডাকেন তাঁকে। তাও সাড়া না পেয়ে বাথরুমের দরজার লকে হাত দিয়ে দেখেন তা খোলা রয়েছে। এরপর দেখতে পান বাথটবের জলে ডুবে রয়েছেন শ্রীদেবী।

ভারতবাসী শোকস্তব্ধ হয়ে পড়েন শ্রীদেবীর মতো নক্ষত্রকে হারিয়ে। কীভাবে মৃত্যু হয়েছে তাঁর তা আজও রহস্য।২৮ তারিখ তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।   

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube