আজই রিহার গ্রেফতারির সম্ভবনা, সকালেই এলেন এনসিবি দফতরে

নিউজটাইম ওয়েবডেস্ক : আজই কি গ্রেফতার হতে চলেছেন রিহা চক্রবর্তী? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। এখনও পর্যন্ত যা খবর, তাতে আজ বিকেলেই গ্রেফতার হতে পারেন সুশান্ত সিং রাজপুতের বান্ধবী। তবে অন্য একটি অংশের মতে, আজ গ্রেফতার না করে আটক করতে পারে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। তারপর তাঁকে গ্রেফতার করা হতে পারে।

তবে মোটের উপর একটা পরিষ্কার বিষয় সেটা হল, সুশান্ত মৃ্ত্যুর ঘটনায় আজ বা কাল কিংবা পরশু খুব শীঘ্রই গ্রেফতার হতে চলছেন রিহা। ইতিমধ্যেই তাঁর ভাই-সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে এনসিবি। পাশাপাশি, রিহা গতকালই জানিয়েছিলেন, সুশান্তকে ড্রাগ দেওয়া ব্যাপারে তিনি ওয়াকিবহাল। এমনকি কোথা থেকে ড্রাগ কিনতে হবে, তা নিয়ে তাঁর ভাই ও ড্রাগ বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ রাখার কাজও তিনি করতেন।

গত রবিবার এই কথা বলার পর মোটামুটি স্পষ্ট হয় রিহা চক্রবর্তী গ্রেফতার হতে চলেছেন। সেই কারণে ফের সোমবার সকালে তাঁকে তলব করা হয়েছে। সকাল পৌনে দশটা নাগাদ তিনি এনসিবি’র দফতরে ঢুকেছেন। এখন কখন তিনি বাইরে বেরোন, সেটাই দেখার। তবে ওয়াকিবহাল মহলের ধারণা, রিহার আজ বাইরে আসা অত্যন্ত মুশকিলের। হয় গ্রেফতার কিংবা আটক হয়েই তাঁকে এনসিবি হেফাজতে থাকতে হবে। আজ সৌভিক, সুশান্তের ম্যানেজার, রাঁধুনি ও গ্রেফতার হওয়া কয়েকজন ড্রাগ বিক্রেতার মুখোমুখি বসিয়ে রিহাকে জেরা করছে এনসিবি। এখানেই অনেক সত্য সামনে আসবে বলেই মত সকলের।

উল্লেখ্য, ইতমধ্যেই গত সপ্তাহে এই ড্রাগ কেনাবেচায় জড়িত থাকার কারণে রিহার ভাই সৌভিক, ম্যানেজার, রাঁধুনি-সহ একাধিক ড্রাগ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এনসিবি। সূত্রের খবর, প্রত্যেকেই যা বয়ান দিয়েছেন তাতে এই ড্রাগ লেনদেনের সঙ্গে রিহার যোগও প্রমাণ হয়েছে। সেই কারণে রবিবারের পর সোমবার ফের তাঁকে তলব করেছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। গতকাল একা জেরার পর তাঁর বয়ান ও অন্যদের বয়ান মিলিয়ে দেখা হয়েছে। এদিন সকলের মুখোমুখি বসিয়ে ফের জেরা করে বয়ানের সত্যতা সম্পর্কে খতিয়ে দেখা হবে।

এনসিবি সূত্রের খবর, ইতিমধ্যেই নিজের জড়িত থাকার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন রিহা। ফলে এখন এনসিবি কাগজপত্র তৈরি করে শেষ পর্যায়ের কাজ করছে। যা এদিন মুখোমুখি জেরার পরেই স্পষ্ট হয়ে যাবে। তারপর আর রিহাকে গ্রেফতার করতে কোনও অসুবিধাই থাকবে না বলেই মত সকলের।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube