আজই ফ্রান্স থেকে ভারতের উদ্দেশে রওনা হয়েছে ৫ টি রাফাল যুদ্ধবিমান

নিউজটাইম ওয়েবডেস্ক : অবশেষে প্রতীক্ষার অবসান। বহু ‘বিতর্কিত’ রাফাল যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনার ঝুলিতে সামিল হতে সোমবার সকালে ফ্রান্স থেকে রওনা হয়েছে। প্রথম দফায় ফ্রান্সের মাটি ছেড়ে পাঁচটি রাফাল রওনা করেছে আম্বালার উদ্দেশে। পথে সংযুক্ত আরব আমিরাতে যাত্রা বিরতি ঘটিয়ে আগামী বুধবার ভারতের মাটিতে পা রাখবে ওই পাঁচ রাফাল যুদ্ধবিমান। হরিয়ানার আম্বালায় ভারতীয় বায়ুসেনার বিমান ঘাঁটিতে অবতরণ করবে।

বহুল প্রতীক্ষিতি রাফাল যুদ্ধবিমান ভারতের উদ্দেশে রওনা হওয়ার সময়ে রানওয়েতে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত জাভেদ আশরাফ। রাফালকে চালিয়ে নিয়ে আসার জন্য ভারতীয় বায়ুসেনার যে ১২ পাইলট হাজির ছিলেন তাঁদের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার জন্য অভিনন্দনও জানিয়েছেন তিনি। রাফালের মতো অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান নির্ধারিত সময়ে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য নির্মাতা সংস্থা দাসো অ্যাভিয়েশন ও ফ্রান্সের বায়ু সেনার আধিকারিকদেরও ধন্যবাদ জানিয়েছেন আশরাফ। ভারতের উদ্দেশে রাফালের উড়ানের ঐতিহাসিক মুহূর্তের এক ভিডিয়ো ক্লিপিংসও ফ্রান্সের ভারতীয় দূতাবাসের টুইটার হ্যান্ডেলে আপলোড করা হয়েছে। রাফালকে বর্ণনা করা হয়েছে ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ হিসেবে।

ভারতীয় বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, ফ্রান্সে রাফাল চালানোর প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি কীভাবে মাঝ আকাশে জ্বালানি ভরতে হবে তাও শিখেছেন ১২ ভারতীয়  পাইলট। তাঁরা দেশে ফিরে বায়ুসেনার বাকি সদস্যদের প্রশিক্ষণ দেবেন। এমনকি আরও ৩৬ জন পাইলটকে বিশেষ প্রশিক্ষণ নেওয়ার জন্য ফ্রান্সে পাঠানো হবে। আপাতত প্রথম দফায় যে পাঁচটি রাফাল ভারতে পৌঁছচ্ছে সেগুলিকে আম্বালায় বায়ু সেনা ঘাঁটির ‘গোল্ডেন অ্যারো-১৭’ স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত করা হবে। পরে তা পাঠানো হবে পূর্ব লাদাখের বায়ু ঘাঁটিতে। রাফাল নিয়ে ফ্রান্স থেকে প্রায় সাত হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভারতে পৌঁছনোর আগে একবারই পথে যাত্রা বিরতি ঘটাবেন। আবু ধাবির আল ধাফরা বিমান ঘাঁটিতে সাময়িক বিশ্রাম নেবেন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube