
নিউজটাইম ওয়েবডেস্ক : আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছে গঙ্গাসাগরে। তার আগেই প্রস্তুতি চলছে জোর কদমে। ইতিমধ্যে হেলিপ্যাডে চতুর্দিকে সিসিটিভির এবং প্রশাসনিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে সূত্রের খবর প্রথমে তিনি হেলিপ্যাডে নামবেন তারপর সেখান থেকে ভারত সেবাশ্রমের যাবেন মহারাজের সঙ্গে কথা বলবেন। ইতিমধ্যেই ভারত সেবাশ্রম নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলা হচ্ছে।ভারত সেবাশ্রমের মহারাজ স্বামী জিতাত্ত্বনন্দ মহারাজ ওরফে নিমাই মহারাজ বলেন, দিদি ভারত সেবাশ্রম আসছেন জেনে তিনি খুব খুশি।
মকর সংক্রান্তির এখনও কিছু দিন বাকি। তার আগেই আজ গঙ্গাসাগর সফরে যাচ্ছেন মমতা। গতকাল রাত থেকেই শুরু হয়েছিল চূড়ান্ত প্রস্তুতি।কপিলমুনি মন্দিরের সামনের প্রাঙ্গনে শেষ হয়েছে রঙের কাজ। কচুবেড়িয়া বাসস্ট্যান্ড ও গঙ্গাসাগর বাসস্ট্যান্ড থেকে কপিলমুনি আশ্রম পর্যন্ত রাস্তা সেজে উঠেছে আলোয়। আজ মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে হেলিপ্যাডের উদ্বোধন করবেন। থাকবেন জনস্বাস্থ্য কারিগরি দফতরের ভবন ‘উর্মিমুখর’এ। সেখানেই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করবেন তিনি।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023