
।। অভয় নাগ ।।
আজকেই কী বীরভূমের জেলা সভাপতি পদ থেকে অনুব্রত মণ্ডলকে সরানো হচ্ছে? নিউজ টাইমের সূত্রের খবরে শোরগোল । আজ কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্যে তৃণমূলের সাংগঠনিক জরুরী বৈঠক চলছে ।
আর এই বৈঠকেই সম্ভবত অনুব্রত মণ্ডলকে সভাপতি পদ থেকে অপসারণ করা হতে পারে । অনুব্রতর অনুপস্থিতিতে বীরভূম জেলাকে দুটি সাংগঠনিক জেলা করা হতে পারে । লোকসভার নিরিখে বোলপুর সংসদীয় এলাকার দায়িত্ব পাচ্ছেন কাজল শেখ । অন্যদিকে, বীরভূম সংসদীয় এলাকার দায়িত্ব দেওয়া হতে পারে সাংসদ শতাব্দী রায়কে । শতাব্দী রায় রাজি না হলে অভিজিৎ সিনহাকে বীরভূম জেলা সাংগঠনিক সভাপতি করা হতে পারে । তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারেন তৃণমূল সুপ্রিমো ।
Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023