
নিউজটাইম ওয়েবডেস্ক : রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ভাইয়ের বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সার কেলেঙ্কারিতে নাম জড়ায় অগ্রসেন গেহলটের। তাঁর বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ রয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই সার কেলেঙ্কারির জন্য অগ্রসেন গেহলটকে ৭ কোটি টাকা কাস্টামকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজস্থানের প্রায় ১৩ জায়গায় অভিযান চালাচ্ছে ইডি। এছাড়াও তল্লাশি চালানো হচ্ছে বাংলার ২, গুজরাটের ৪ এবং দিল্লির একটি জায়গায়। ২০০৭-২০০৯ সালে কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার থাকাকালীন ভর্তুকির রাসায়নিক সার বিদেশে রফতানি করে অগ্রসেনের সংস্থা। কাস্টমসের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ইডি। আগ্রসেনের বিরুদ্ধে আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে মামলা করে কেন্দ্রীয় সংস্থাটি। ২০১৭ সালের নভেম্বরে অগ্রসেন গেহলটের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনে বিজেপি। বলা হয়, কেন্দ্রে কংগ্রেস সরকার থাকাকালীন ভর্তুকিতে প্রাপ্ত রাসায়নিক সার বিদেশে রফতানি করেছে অগ্রসেনের সংস্থা। ওই সার বিদেশে রপ্তানি করা আইন বিরুদ্ধ।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022