
নিউজটাইম ওয়েবডেস্ক : বলা হয়েছিল, চার সপ্তাহের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে। তা তো হয়নি। উলটে আগুন লাগার ৪৪ দিন বড়সড় বিস্ফোরণ হল অসমের তিনসুকিয়ার বাঘজানে অয়েল ইন্ডিয়া লিমিটেডের গ্যাসকূপে। ঘটনায় আহত হয়েছেন তিন বিদেশি বিশেষজ্ঞ।
অয়েল ইন্ডিয়া লিমিটেডের মুখপাত্র ত্রিদীপ হাজারিকা জানিয়েছেন, বুধবার সকালে পাঁচ নম্বর কূপের কাছে একটি বিস্ফোরণ হয়। সেই সময় কূপের কাছে ছিল বিদেশি বিশেষজ্ঞদের দল। তারা আগুন নেভানোর কাজ করছিলেন। বিস্ফোরণে আহত হয়েছেন তিনজন বিশেষজ্ঞ। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত আগুন নেভানোর কাজ বন্ধ আছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022