আগুনের কবলে মালদহের নেতাজি কমার্শিয়াল মার্কেট

মালদহঃ মঙ্গলবার সকালে হঠাৎ মালদহ শহরের রথবাড়ি নেতাজি কমার্শিয়াল মার্কেটে কার্বাইডের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বাজির গোডাউন সহ একাধিক দোকানে । বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয় দুই শ্রমিকের । বিকট শব্দে ধোঁয়ায় ভরে যায় চারদিক । স্থানীয় সুত্রে অনুমান করা হচ্ছে কার্বাইডের দোকানে আগুন লাগে ও তারপর তা ছড়িয়ে যায় বাজার এলাকায় ।

কার্বাইডের দুর্গন্ধ মানুষের চোখের মুখে জ্বালা শুরু করে গোটা এলাকা জুড়ে । সেই সময় ওই দোকানের ভেতরে কাজ করছিলেন দুই শ্রমিক । ভেতরে আটকে মৃত্যু হয় তাদের । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ছয়টি ইঞ্জিন । প্রায় চার ঘন্টা বাদে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলে সেখান থেকে দেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।

ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে । এর ফলে স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মালদহের অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) বৈভব চৌধুরী, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ পুলিশ প্রশাসন ।

মালদহের রথবাড়িতে রয়েছে নেতাজি মার্কেট । মালদহ জেলার প্রধান বাজার এটি । পাইকারী দোকান থেকে খুচরো দোকান রয়েছে এই বাজারে । মঙ্গলবার এই বাজারেরই একাংশে আগুন লেগে যায় । এখনও পর্যন্ত প্রায় দশটি দোকানে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে সূত্র মারফৎ । সকালে অধিকাংশ দোকান বন্ধ থাকায় দরজা ভেঙে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যায় দমকলের কর্মীরা ।

ঘটনাস্থলে পৌঁছন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী । তিনি বলেন, সম্ভবত কার্বাইডের দোকান থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । কিন্তু কিভাবে এই আগুন লেগেছে তা এখনও বোঝা যাচ্ছে না । আগুনে দুই জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে । তবে কার্বাইড ব্যাবসায়ী বাবু ঘোষের বৈধ কাগজপত্র আছে কিনা তা খতিয়ে দেখে আজই ব্যাবসায়ীদের নিয়ে বৈঠকে বসছেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী । বাজি ব্যবসায়ীদেরও বৈধ কাগজপত্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে । এই ঘটনার তদন্ত শুরু করবে ইংরেজবাজার পৌরসভা ও পুলিশ প্রশাসন ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রথমে কার্বাইডের দোকানে আগুন লাগে । পাশাপাশি ওই মার্কেট কমপ্লেক্সের মধ্যে অবস্থিত বাজির গোডাউন সহ প্রায় কুড়িটি দোকান আগুনে পুড়ে নষ্ট হয়ে গিয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube