
।।স্বর্ণালী মান্না ।।
মঙ্গলবার একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী রইল বিহারের, বোধগয়ার একটি সব্জির বাজার । মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায় ১০০-র বেশি দোকান । এতটাই দ্রুত বেগে আগুন ছড়িয়ে যায় যে স্থানীয়রা চেষ্টা করেও আগুনকে নিয়ন্ত্রণে আনতে পারেননি । ঘটনাটি ঘটেছে মহাবোধি মন্দিরের কাছে একটি সবজি বাজারে ।
স্থানীয়দের দাবি, কিছু সিলিন্ডার ফাটার কারণে আরও দ্রুত ছড়িয়ে যায় আগুন । ঘটনা প্রসঙ্গে স্থানীয়রা অভিযোগ করেছেন, দমকল পরিষেবা পেতে দেরি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি ।
একটি খাবারের দোকানের মালিক, মহম্মদ রাজুর বক্তব্য, ঘটনাটির ভয়াবহতা দেখে কেউই সাহস করে এগিয়ে আসতে পারেননি । উপরন্তু, সিলিন্ডার ফেটে পরিস্থিতি আরও দ্রুত হাতের বাইরে চলে যায় ।
স্থানীয়রা জানিয়েছেন প্রায় ১১৫ থেকে ১১৭ টি দোকান ক্ষতিগ্রস্থ হয় । এর কারণে লক্ষাধিক টাকার ক্ষতিও হয়েছে বলে জানা যাচ্ছে ।এর পাশাপাশি পুড়ে যায় ৫টি বাইকও । দমকলের একটি ইঞ্জিন দেরি করে ঘটনাস্থলে পৌঁছনোয় ক্ষুব্ধ এলাকাবাসি ।ঘটনাস্থলে এসে পৌঁছন পুলিশবাহিনী ।
তবে দোকান ও জিনিষপত্র পুড়ে গেলেও হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত মেলেনি, বলেই সুত্রের দাবি ।
- কলকাতা বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের বিমানে বোমাতঙ্ক! - June 6, 2023
- দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সিদ্ধার্থনাথ সিংহ - June 6, 2023
- ত্রিকোণ প্রেমের জেরে খুন ! - June 6, 2023