
নিউজটাইম ওয়েবডেস্ক : চলতি সপ্তাহের শুরুতে তাপমাত্রার পারদ কিছুটা চড়েছিল ঠিকই, কিন্তু এবার পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হওয়ায় ফলে আগামী ২৪ ঘন্টায় রাজ্যের বিভিন্ন জেলায় ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাল হাওয়া অফিস।
বসন্তের দিনে দুপুরের দিকে একদিকে যেমন সূর্যের তাপে নাজেহাল হচ্ছেন রাজ্যবাসী একইভাবে রাতের দিকে শীতল পূবালী হাওয়া বা বৃষ্টির জেরে ঠান্ডা অনুভূত হচ্ছে রাজ্যজুড়ে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে রবিবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে। আগামী ২৪ ঘন্টাও এবার বৃষ্টি হবে বলে জানিয়ে দিল হাওয়া অফিস। বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ সহ দুই বর্ধমানে আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টি হতে পারে। সোমবার দুই মেদিনীপুরে বৃষ্টি হলেও বাকি জেলাগুলি শুক্ন থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে সিকিম সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার আকাশ কালো মেঘে ঢাকা থাকবে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে। ঝোড়ো হাওয়ার জেরে শনিবার রাত খেকে কলকাতার তাপমাত্রা বেশ খানিকটা নেমেছে। রবিবার সকাল থেকে মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম। তবে শনিবার বিকেল দিকে ঝড়ো হাওয়া বইলেও কোন বৃষ্টি হয়নি কলকাতায়।Latest posts by news_time (see all)
- পথের সাথী “মিশন উজালা” - March 26, 2023
- মুম্বাইয়ের স্কুলে শিক্ষিকা কারিনা - March 26, 2023
- প্রধানমন্ত্রীর “মন কি বাত” - March 26, 2023