নিউজটাইম ওয়েবডেস্ক :
শীত বিদায়ের পথে।
চাদর সোয়েটার বাক্সবন্দী করে ফেলেছেন অনেকে। এখন শুধু আমেজটুকুই সার। তবে আগামী সপ্তাহে
সেই আমেজটুকুও গায়েব হবে। মঙ্গলবার থেকেই গ্রীষ্মের টের পাবে রাজ্যবাসী। এই রবিবার
থেকেই একটু একটু করে পারদ চড়তে শুরু করবে, বলছে আলিপুর আবহাওয়া দফতর। পাল্লা দিয়ে বাড়বে
রাতের তাপমাত্রাও।
আবহাওয়া দফতর
সূত্রে জানা যাচ্ছে,আগামী দু দিন উত্তরবঙ্গ ও দক্ষিনবঙ্গে সকালের হালকা থেকে মাঝারি
কুয়াশা থাকবে। কিন্তু বেলা বাড়লেই, আকাশ পরিষ্কার হয়ে রোদের দেখা মিলবে। বাড়বে তাপমাত্রা।
এই আবহাওয়া পরিবর্তনের প্রভাব পড়ছে সাধারণ জনজীবনে। জ্বর, সর্দি, কাশির মতো সমস্যা
দেখা দিচ্ছে।