আগামী মাসেই করোনা টিকা বাজারে ছাড়ছে রাশিয়া

Russian President Vladimir Putin delivers a televised address to the nation about the coronavirus disease (COVID-19) outbreak, at the Novo-Ogaryovo state residence outside Moscow, Russia May 11, 2020. Sputnik/Aleksey Nikolskyi/Kremlin via REUTERS ATTENTION EDITORS - THIS IMAGE WAS PROVIDED BY A THIRD PARTY.

নিউজটাইম ওয়েবডেস্ক : ক্লিনিকাল ট্রায়াল শেষ হওয়ার আগেই জনতাকে কোভিড টিকা দিয়ে দেবে রাশিয়া, বলে জানিয়েছে দেশের স্বাস্থ্যমমন্ত্রী। 

মুরাশকো জানিয়েছেন যে এই সংক্রান্ত আদেশ ইতিমধ্যে জারি হয়ে গিয়েছে। টিকা বাজারে এসে গেলেও পরবর্তী পর্যায়ের পরীক্ষা সাথে সাথে চলবে বলে জানান রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী, বলেছে এক সংবাদসংস্থা

 আর ডি আই এফ এর সিইও জানিয়েছেন তৃতীয় পর্যায়ের ট্রায়াল রাশিয়া, সৌদি আরব ও আরব আমিরশাহিতে শুরু হতে চলেছে। হাজার হাজার মানুষ এতে পরীক্ষিত হবেন। রাশিয়া প্রায় ৪.৭ কোটি ডোজ কেবল এই বছরই বানাতে পারবে বলে সংস্থার দাবি। এই টিকা পশ্চিমী দেশের টিকার থেকে অনেক ভালো বলেও রাশিয়ার দাবি। 

তবে রাশিয়ান স্পাইরা টিকা চুরি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে আমেরিকা, ইউকে ও রাশিয়া।

এত দ্রুত টিকা প্রস্তুত করছে রাশিয়া, সব নিয়ম মানা হচ্ছে কিনা সেই সংক্রান্ত যাবতীয় আশঙ্কা উড়িয়েছে রাশিয়ার প্রতিরক্ষা দফতর। জলদি প্রতিষেধক খুঁজে পাওয়ার ওপর জোর দিয়েছেন ভ্রাদিমির পুতিন। 

এই মুহূর্তে মোট করোনা আক্রান্তের তালিকায় ভারতের পরে চার নম্বরে আছে রাশিয়া। 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube