
নিউজটাইম ওয়েবডেস্ক : হারল ফ্রান্স, হৃদয় জিতলেন এমবাপে। হ্যাটট্রিক করলেন, টাইব্রেকারে গোলও করলেন। কিন্তু ফুটবলটা যে ১১ জনের খেলা। তাই একটা ম্যাচে চার গোল করেও ট্যাজিক নায়ক হয়েই থাকলেন এমবাপে। খাদের কিনারায় চলে যাওয়া দলকে টেনে তুললেন, আশা জাগালেন কিন্তু রূপকথার শেষ লাইনটা আর লিখতে পারলেন না ফ্রান্সের ১০ নম্বর জার্সিধারী। জিরু, গ্রিজম্যানের মতো সতীর্থরা মাঠ ছাড়লেও শেষ মিনিট অবধি লড়ে গেলেন এমবাপে।
বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করে জিওফ হাসর্স্টকে ছুঁয়ে ফেললেন। একটা ম্যাচে তিনটি পেনাল্টি, তিনটিতেই সফল, এমন যাদুকরী ফুটবল কবে দেখে গিয়েছে তা মনে করা কঠিন। টুর্নামেন্টে তার নামের পাশে ৮ গোল। সোনার ছেলের হাতেই উঠল সোনার বুট। বয়স মাত্র ২২,ইতিমধ্যেই ভেঙেছেন পেলের রেকর্ড। সামনে পড়ে রয়েছে উজ্জ্বল ভবিষ্যত। কাপ একটুর জন্য জিততে পারলেন না, কিন্তু এমবাপে বোঝালেন আগামী দিনে তিনিই মহাতারকা। আগামী বলছে দেখতে আসবো এমবাপেকেই।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023