আগামী কয়েকদিন রাজ্যজুড়ে থাকবে বৃষ্টি, জানাল হাওয়া অফিস

নিউজটাইম ওয়েবডেস্ক : মঙ্গলবার বিকেল থেকে শ্রাবণের চেনা দৃশ্যই চোখে পড়ল শহরে। কলকাতা সহ বিভিন্ন জেলায় শুরু হয়েছে ভারি বৃষ্টি। এমনকি বুধবার সকাল থেকেই আকাশ মেঘলা হয়ে আছে। তবে এই বৃষ্টি এখনই কমবে না বলে জানাল আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আগামী এক সপ্তাহ রাজ্যজুড়ে চলবে বৃষ্টি।

অন্যদিকে টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে শিলিগুড়ির বিভিন্ন এলাকা। এর ফলে সেই সমস্ত স্থানে লাল সতর্কতা জারি করা হয়েছে। বুধবার প‌র্যন্ত তুমুল বৃষ্টি ও তার সাথে সাথে ধসের আশঙ্কা রয়েছে। এলাকা সংলগ্ন সমস্ত নদীই বিপদ সীমার ওপর দিয়ে বইছে। এর ফলে ক্ষতি হতে পারে সাধারণ মানুষের জীবনে।

হাওয়া অফিস সূত্রের খবর গত ১২ই জুন উত্তর ও দক্ষিণ বঙ্গে একই সাথে বর্ষা ঢুকলেও উত্তরবঙ্গে জাঁকিয়ে বসেছে বৃষ্টি। তথ্য অনু‌যায়ী আগামী এক সপ্তাহ কলকাতা, হাওড়া, হুগলী, দুই চব্বিশ পরগণা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভুম, মুর্শিদাবাদ, নদিয়া. পুরুলিয়া, বাাঁকুড়া, ঝাড়গ্রামে টানা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন কলকাতায় সর্বোচেচ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বাধিক ৯৬ শতাংশ, ও ন্যূনতম ৭৫ শতাংশ। ২৪ গন্টায় বৃষ্টি হয়েছে ০১৫.৫ মিমি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube