আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রাজ্যে

নিউজটাইম ওয়েবডেস্ক : বদলাচ্ছে আবওহাওয়ায়। শীত পেরিয়ে গ্রীষ্মের ছোঁয়া ভালোভাবেই টের পাচ্ছে বঙ্গবাসী। ফেব্রুয়ারি মাস শীতের আমেজে কেটে গেলেও গরম বাড়বে বলে জানাচ্ছে আলিপুর আবওহাওয়া দফতর। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহেই রাজ্যের পারদ ৩৫ ডিগ্রি ছুঁতে পারে বলে পূর্বাভাস দিয়েছে রাজ্য। আগামিকাল থেকে বৃষ্টিতেও ভিজতে পারে রাজ্য।

আলিপুর আবওহাওয়া দফতরের পুর্বাভাস অনুযায়ী বুধবার অর্থাৎ আগামীকাল থেকেই রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। জলীয় বাষ্প প্রবেশ করে আদ্রতাজনিত অস্বস্তি বাড়াবে বলে জানা গিয়েছে। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের আবওহাওয়ায় বদল আসবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পং’এ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা শোনাল হাওইয়া অফিস। জানা গিয়েছে উত্তর পূর্ব বিহার এলাকায় একটি ঘূর্নাবর্ত তৈরি হয়েছে, এর প্রভাবেই ভিজতে পারে উত্তরবঙ্গের জেলাগুলি।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube