
নিউজটাইম ওয়েবডেস্ক : আজও রঙের উৎসবে মেতে রয়েছে রাজ্যবাসী। পারদও ঊর্ধ্বমুখী। এরই মধ্যে বৃষ্টির কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আগামীকাল থেকে বদলে যাবে পরিবেশ, এমনটাই পূর্বাভাস। হাওয়া অফিসের দাবি, আগামী কয়েকদিনে গরম বাড়বে। দিনের বেলায় অস্বস্তি বজায় থাকবে। সূর্যের দাবদাহ অনুভব করবে বাংলা। আবার একইসঙ্গে বৃষ্টিতে ভেজার পূর্বাভাসও রয়েছে।
মৌসম ভবন জানাচ্ছে, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে পশ্চিমবঙ্গের ৫ জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি নামতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং ও ক্যালিম্পং’এ আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অর্থাৎ আগামীকাল বাড়ি থেকে বেরোলে সঙ্গে ছাতা রাখতে ভুলবেন না।Latest posts by news_time (see all)
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023