
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। গৌতম রায় ।।
দিল্লিতে নিজের শততম টেস্ট খেলতে নামছেন চেতেশ্বর পূজারা। তাঁর আগে আর ১২ জন ভারতীয় ক্রিকেটার ১০০ টেস্ট খেলেছেন। শুক্রবার সেই এলিট ক্লাবে ঢুকে পড়বেন পূজারা। এখনও পর্যন্ত ৯৯টি টেস্টে তিনি ৭০১২ রান করেছেন। গড় ৪০.১৫। ১৯টি শতরান করেছেন এবং অর্ধশতরান করেছেন ৩৪টি। মাইলস্টোনের ম্যাচে খেলতে নামার আগে অবশ্য পূজারা জানিয়েছেন, অবশ্যই দারুন ব্যাপার, তবে গুরুত্বপূর্ণ সিরিজ খেলছেন। সেটা জিততে চান। এবং তাঁর স্বপ্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা। যেটা গতবার হয়নি। ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল। এবার সেই স্বপ্নপূরণ করতে চান পূজারা।Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023