
নিউজটাইম ওয়েবডেস্ক : আগামীকাল কাঁথিতে সভা শুভেন্দু অধিকারীর। তারই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। কাঁথি রেল স্টেশন সংলগ্ন মাঠে হবে সভা। এই ডিসেম্বর মাসের তিন তারিখ কাঁথিতে জনসভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরে কাঁথি প্রভাত কুমার কলেজ ময়দানে সভা করেছিলেন তিনি। সেদিন শুভেন্দু গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে। আর আগামীকাল নিজের শহর কাঁথিতে শুভেন্দু অধিকারীর জনসভা।
মূলত হলদি নদীর দক্ষিণ তীরে অবস্থিত পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ কাঁথি, উত্তর কাঁথি, রামনগর, এগরা, পটাশপুর, ভগবানপুর, খেজুরি, চন্ডিপুর ও নন্দীগ্রাম মিলিয়ে মোট ৯ টি বিধানসভার লোকজন মূলত উপস্থিত হবেন এই সভায়। এই ৯ টি বিধানসভার মধ্যে বিজেপির দখলে রয়েছে পাঁচটি বিধানসভা। আর, চারটি রয়েছে তৃণমূল কংগ্রেসের হাতে। নন্দীগ্রামের জেলা পূর্ব মেদিনীপুরের পঞ্চায়েত ভোটের ফলের দিকে নজর থাকবে রাজ্যের মানুষের। ফলে নিজের জেলা পূর্ব মেদিনীপুরের এই সভা বিজেপি তথা শুভেন্দু অধিকারীর কাছে খুব গুরুত্বপূর্ণ। কলকাতা হাইকোর্টের অনুমতিক্রমে আগামীকালের সভা যেমন গুরুত্বপূর্ণ তেমনই শুভেন্দু অধিকারীর দেওয়া ১২, ১৪ তারিখের কিছুই ঘটেনি। আগামীকাল ২১ এ ডিসেম্বর। কি ঘটে সেদিকেও নজর থাকবে রাজ্যের মানুষের।Latest posts by news_time (see all)
- রাতের কম ঘুম ডেকে আনতে পারে বড় বিপদ - March 21, 2023
- ইডির নজরে আর এক রহস্যময়ী, শ্বেতা চক্রবর্তী - March 21, 2023
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023