
নিউজটাইম ওয়েবডেস্ক : ৩০ ডিসেম্বর অর্থাৎ শুক্রবারই বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাওড়া থেকে জলপাইপগুড়ি ছুটবে নমো’র স্বপ্নের ট্রেন ‘বন্দে ভারত’। এর উদ্বোধন করতেই আগামীকাল রাজ্যে আসবেন তিনি।‘মোদী আসবেন হাওড়ায়’ বুধবার থেকেই রব উঠেছে হাওড়া স্টেশনের সবজি বিক্রেতা থেকে শুরু করে, যাত্রীদের মধ্যে। ইতিমধ্যেই রাজ্যে চলছে চূড়ান্ত প্রস্তুতি। ঝাঁ চকচকে করে দেওয়া হচ্ছে হাওড়া স্টেশন চত্বর। শহর ঢাকছে মোদীর বড় বড় পোস্টারে। নমোর অপেক্ষায় সেজে উঠছে বাংলা।
বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে ‘বন্দে ভারত’ নিয়ে। কবে চলবে বাংলার দ্রুততম এক্সপ্রেস ট্রেন, সেই অপেক্ষায় প্রহর গুনছে রাজ্যবাসী। প্রধানমন্ত্রীর হাত ধরে, আগামীকাল থেকেই হবে শুভ সূচনা। তবে শুধু ‘বন্দে ভারত’ নয়, জোকা তারাতলা মেট্রোর সুচনাও হবে আগামীকাল। সূচনা করবেন নরেন্দ্র মোদী নিজেই। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইট করে এই কথা জানিয়েছেন। অন্যদিকে মোদীর রাজ্য সফরে বেশ খুশি বঙ্গ বিজেপি। বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন, তার আগে বঙ্গে বিজেপি সুপ্রিমোর আগমণ, বাড়তি অক্সিজেন দিচ্ছে বঙ্গ বিজেপির কর্মীদের। দুর্নীতির দায়ে বাংলায় কোণঠাসা হয়ে চলেছে তৃণমূল। হেভিওয়েট নেতারা জেলে, চাকরিপ্রার্থীদের আন্দোলন, আবাস যোজনা নিয়ে বঞ্চিতদের কান্না, সব মিলিয়ে বঙ্গ বিজেপির হাতে নির্বাচনের বেশ কিছু হাতিয়ার সাজানো। মোদী রাজ্যে এসে কী নির্বাচনের সমীকরণ তৈরি করবে? অপেক্ষায় নমো ভক্তরা।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023