আগামিকাল মাধ্যমিকের ফলাফল

নিউজটাইম ওয়েবডেস্ক : আগামিকাল অর্থাত্্ ১৫ জুলাই ২০২০ সালের মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে। আজ এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু করোনা লকডাউনের আগে মাধ্যমিকের সবকটা পরীক্ষা হয়ে গিয়েছিল, তাই সম্পূর্ণ মেধাতালিকতা প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে।

রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে জুনেই প্রাকশিত হবে মাধ্যমিকের ফলাফল।  কিন্তু, তা সম্ভব হয়নি। অবশেষে ১৫ জুলাই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল।

কল্যাণময়বাবু ইন্ডিয়ান এক্সপ্রেসকে মে মাসে জানিয়েছিলেন, খাতা দেখার পরবর্তী প্রক্রিয়া শেষ হতে এক মাস সময় লাগবে।”  প্রসঙ্গত ২৭ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শেষ হয়।

অতীতে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্রের প্রতিলিপি ফাঁস হওয়ার ঘটনায় শিক্ষকদের ভূমিকা রয়েছে বলে মনে করছে মধ্যশিক্ষা পর্ষদ। তাই এ বছর মধ্যশিক্ষা পর্ষদ কঠোরভাবে জানিয়েছিল, গত বছরের নিয়ম মেনে ফোন যেমন আনা যাবে না, একইসঙ্গে স্মার্ট ঘড়িও পরে আসা যাবে না। পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতেই এই চূড়ান্ত সিদ্ধান্ত বলে জানিয়েছিল পর্ষদ। জেলাস্তরের সমস্ত স্কুলেও  জারি ছিল একই নিয়মাবলি।

কিন্তু তা সত্ত্বেও নিরাপত্তায় বুড়ো আঙুল দেখিয়ে ফাঁস হয়েছিল মাধ্যমিকের বাংলা  প্রশ্নপত্র। ইন্টারনেট পরিষেবা বন্ধ, শিক্ষকদের ঘড়ি ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করলেও প্রশ্ন পত্র ফাঁস রুখতে পারেনি  মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যে হোয়াটসঅ্যাপে ভাইরাল হয়ে যায় প্রশ্নের চার ও পাঁচ নম্বর পাতা।

এরপরবর্তী পরীক্ষা সুষ্ঠভাবেই সম্পন্ন হয়।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube