
নিউজটাইম ওয়েবডেস্ক : নতুন করে আক্রান্তের হার একই ভাবে বেড়ে চলেছে। এদিনও ৯০ হাজারের ওপরে থাকলো নতুন করে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৯৩ হাজারেরও বেশি মানুষ। ফলে বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ লক্ষ ৮ হাজার ১৫ জন। মৃত্যু ১২০০ জনেরও বেশি।
শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে যে পরিসংখ্যান দেওয়া হয়েছে, তা হল, গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৯৩ হাজার ৩৩৭ জন। তবে আক্রান্তের তুলনায় সুস্থতার হারেই আশার আলো দেখছেন চিকিৎসকরা। মোট আক্রান্তের প্রায় ৮০ শতাংশ মানুষই সুস্থ হয়ে উঠছেন। গত ২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়েছেন ৯৫ হাজার ৮৮০ জন। এখনও পর্যন্ত চিকিৎসাধীন আছেন ১০ লক্ষ ১৩ হাজার ৯৬৪ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৪৭ জনের। ফলে বর্তমানে মোট মৃতের সংখ্যা ৮৫ হাজার ৬১৯। এর মধ্যে মহারাষ্ট্রে মৃতের সংখ্যা ৩১ হাজার ৭৯১ জন। এরপরই মৃতের সংখ্যায় দ্বিতীয় স্থানে আছে তামিলনাড়ু। এই রাজ্যে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে আট হাজার। তৃতীয় স্থানে আছে কর্নাটক সাত হাজার ৮০৮।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022