
নিউজটাইম ওয়েবডেস্ক : সকাল থেকেই আকাশের মুখ ভার। সূর্যের স্বাভাবিক তীব্রতা আজ নেই। শীত গিয়ে গরম আসছে, এবার কী বৃষ্টিও পড়বে রাজ্যজুড়ে? আলিপুর আবহাওয়া দফতর ওই একই কথা বলছেন। অর্থাৎ বৃষ্টি যে হবে, সেই পূর্বাভাস দিচ্ছে মৌসম ভবনও।
সকাল থেকেই দক্ষিণবঙ্গে কুয়াশাচ্ছন্ন আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আদ্রতাজনিত অস্বস্তি হবে বলে জানাচ্ছে আবওহাওয়া দফতর। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৪ ডিগ্রি। আগামী কয়েকটা দিন কুয়াশাচ্ছন্ন থাকবে আকাশ এমনটাই জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে। আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কয়েকটি জায়গায়। দার্জিলিং, ক্যালিম্পং, কার্শিয়াং অর্থাৎ উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টির পূর্বাভাস নেই বলে খবর আলিপুর আবহাওয়া সূত্রে।Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023