
নিউজটাইম ওয়েবডেস্ক : গতকাল সন্ধ্যায় সামাজিক মাধ্যমে আলোর চর্চা। কলকাতা, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া ও দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু জায়গা থেকে এই আলো স্পষ্ট দেখেছেন অনেকে।গহন আকাশের এই আশ্চর্য আলোর ছবি অনেকেই পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে।সকলেই জানতে চাইছেন, কী এই আলোর উৎস?
প্রথমে অনেকে মনে করেছেন এই আলো জোরালো সার্চ লাইটের। পরে সামাজিক মাধ্যমে, বিভিন্ন জায়গা থেকে অনেকে জানান যে তারাও এই আলো চাক্ষুষ করেছে তখন এই সার্চ লাইটের তত্ত্ব উড়ে যায়। বিজ্ঞানীরা মনে করছেন, এই আলো কোনও উল্কাপাতের হতে পারে।আবার গতকালই ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ এর উৎক্ষেপণ হয়, তাই অনেকে মনে করছেন এই আলো তারও হতে পারে। যদিও ঠিক কীসের আলো দেখা গিয়েছিল, তা নিয়ে এখনও নিশ্চিত হতে পারেননি বিশেষজ্ঞরা।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023