
নিউজটাইম ওয়েবডেস্ক :
আইপিএলের জন্য আটটি ফ্র্যাঞ্চাইজি আমিরশাহি পৌঁছে গিয়েছে। অনুশীলনও শুরু করে দিয়েছে কয়েকটি দল। অথচ উদ্বোধনী ম্যাচে কবে কারা মাঠে নামবে এবং ফাইনালের দিনক্ষণ ছাড়া টুর্নামেন্টের সূচি জানা ছিল না কারও। অবশেষে বিসিসিআইয়ের তরফে ঘোষণা করা হল ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ক্রীড়াসূচি। ১৯ সেপ্টেম্বর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে, এটা আগেই জানা ছিল। এতদিনে জানা গেল আইপিএল ২০২০-র উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে আবু ধাবিতে। তবে প্লে-অফ ও ফাইনালের দিন ঘোষণা করা হয়নি। ইতিমধ্যে আইপিএলের সফল দলের তকমা মিলেছে। আর নিজেদের সিংহাসনে আরও মজবুত করতে আগামী … সেপ্টেম্বর থেকে আইপিএল অভিযান শুরু করছে মুম্বই ইন্ডিয়ান্স। এবারের প্রতিযোগিতা শুরুর আগে অবশ্য বড়সড় ধাক্কা খেয়েছে রোহিত শর্মার দল। আইপিএল থেকে নাম তুলে নিয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক লাসিথ মালিঙ্গা। বিশেষত গতবার ফাইনালে তাঁর দুর্ধর্ষ বোলিংয়ের সৌজন্যেই চতুর্থবার আইপিএল ট্রফি ঘরে তুলেছিল মুম্বই। শ্রীলঙ্কা বোলারের অনুপস্থিতি টের পেলেও মুম্বইয়ের বোলিং বিভাগ যথেষ্ট শক্তিশালী। সেই বিভাগের নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ। সঙ্গে আছেন জেমস বোল্ট, জেমস প্যাটিনসনের মতো বোলাররাও। ২০ সেপ্টেম্বর- বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ২৩ সেপ্টেম্বর- বনাম দিল্লি ক্যাপিটালস ২৭ সেপ্টেম্বর- বনাম চেন্নাই সুপার কিংস ২৯ সেপ্টেম্বর- বনাম রাজস্থান রয়্যালস ৩ অক্টোবর- মুম্বই ইন্ডিয়ান্স ৬ অক্টোবর- বনাম সানরাইজার্স হায়দরাবাদ ৯ অক্টোবর- বনাম দিল্লি ক্যাপিটালস ১৩ অক্টোবর- বনাম কিংস ইলেভেন পাঞ্জাব ১৬ অক্টোবর- বনাম কিংস ইলেভেন পাঞ্জাব ১৮ অক্টোবর- বনাম মুম্বই ইন্ডিয়ান্স ২২ অক্টোবর- বনাম রাজস্থান রয়্যালস ২৭ অক্টোবর- বনাম চেন্নাই সুপার কিংস ৩১ অক্টোবর- বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৪ নভেম্বর- বনাম সানরাইজার্স হায়দরাবাদ এবারের আইপিএলের ফাইনাল হবে ১০ নভেম্বর। এদিকে, করোনা আবহে নিয়মানুযায়ী, কোনও খেলোয়াড়ের শরীরে করোনার উপসর্গ ধরা দিলে, তাঁকে এবং তাঁর সংস্পর্শে আসা খেলোয়াড়দের ৭ দিনের জন্য সেলফ-আইসোলেশনে যেতে হবে। সেক্ষেত্রে একটি দলের একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বাইরে থাকতে হতে পারে। ফলে সমস্যায় পড়বে সেই দলটি। এই ব্যাপারটি মাথা রেখেই সূচি তৈরি করা হয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022