
নিউজটাইম ওয়েবডেস্ক : চলতি বছরের আইপিএলে বড়সড় ধাক্কা। চেন্নাই সুপার কিংস এর এক পেসার সহ ১২ জন কর্মী করোনা পজিটিভ। খারাপ খবর ধোনির নেতৃত্বাধীন দলের জন্য। শুক্রবার থেকেই শুরু হওয়ার কথা ছিল অনুশীলন।
গত ২১শে অগাস্ট দুবাই পৌঁছয় দল। যাওয়ার পরই ১ সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হয় ধোনির দলকে। এরপর ২৮ অগাস্ট তাদের করোনা পরীক্ষা হলেই ১২ জন সাপোর্ট স্টাফ এবং এক পেসারের করোনা পজিটিভ দেখা যায়। এর ফলে আরও বেশ কিছুদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে ধোনী-রায়না-জাড্ডু-ওয়াটসনদের। বিসিসিআই এর বিধি মেনে সমস্ত দলের তিন বার করে করোনা পরীক্ষা সমাপন হয়েছে। এখনও পর্যন্ত অন্য কোনো দলের করোনা পজিটিভ আসেনি। শুক্রবার এই প্রথম ধোনি বাহীনির করোনা রিপোর্ট পজিটিভ এল। সূত্রের খবর, সিএসকের সমস্ত প্লেয়ার ও কর্মীকে ফের একবার করোনা পরীক্ষা করাতে হবে। শুক্রবারই হবে এই চতূর্থ পর্যায়ের পরীক্ষা। কোন প্লেয়ার করোনা আক্রান্ত সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি, এই বিষয়ে চেন্নাই সুপার কিংসের তরফ থেকেও কিছু জানানো হয়নি। আইপিএলের কর্মকর্তা সূত্রে জানান যায়, একজন ডানহাতি মিডিয়াম পেসার করোনা আক্রান্ত হয়েছেন। এই প্লেয়ার ভারতের হয়েও কয়েকদিন আগে খেলেছেন। এছাড়া ১২ জন সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত। সূত্রের খবর, চেন্নাই সুপার কিংস দলের ম্যানেজমেন্টের একজন আধিকারিক ও তাঁর স্ত্রী, এছাড়া দলের সোশ্যাল মিডিয়া টিমের দুজন করোনা আক্রান্ত। শুক্রবার দলের চতূর্থ পর্যায়ের পরীক্ষার ফল পাওয়া যাবে শনিবার।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022