
নিউজটাইম ওয়েবডেস্ক : অবশেষে কঠিন সিদ্ধান্তটা নিয়েই ফেলল ভারতীয় ক্রিকেট বোর্ড। দেশজুড়ে প্রবল চিন বিরোধী হাওয়ার সামনে মাথা নত করতে হল বিসিসিআইকে। জাতীয়তাবাদী আবেগকে সম্মান দিতেই চিনের মোবাইল প্রস্তুতকারী সংস্থা ভিভোর সঙ্গে আইপিএলের টাইটেল স্পনসরশিপ চুক্তি ছিন্ন করল ভারতীয় বোর্ড।
গত কয়েকদিনের আলোচনার পর ভিভোকে আইপিএলের আসন্ন মরশুম থেকে দূরে সরিয়ে রাখার বিষয়টা নিশ্চিত করে গভর্নিং কাউন্সিল। সেই সঙ্গে নতুন স্পনসর খোঁজাও শুরু করে দেয় বিসিসিআই। অবশেষে বৃহস্পতিবার বোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করে সিদ্ধান্তটায় সিলমোহর দেওয়ার খবর জানিয়ে দেওয়া হয়। বিসিসিআই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে, উদ্ভূত পরিস্থিতির কথা বিবেচনা করে ভারতীয় বোর্ড ও চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা চলতি মরশুমে চুক্তি ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। যার অর্থ, ভিভোর সঙ্গে চুক্তি চিরতরে বিচ্ছিন্ন করেনি বিসিসিআই।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022