
নিউজটাইম ওয়েবডেস্ক : মুক্তি পাওয়ার আগে থেকেই ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ছবি নিয়ে চলছে বিতর্ক। গল্পটি দেবারতি মুখোপাধ্যায়ের উপন্যাসের অনুকরণে লেখা নাকি মৌলিক, তা নিয়েই চলছে দু’পক্ষের মধ্যে বাগবিতন্ডা। বিশিষ্ট লেখিকা দেবারতি মুখোপাধ্যায় আগেই দাবি করেছেন এই ছবির গল্পের ভাবনা তাঁর উপন্যাস থেকে গৃহিত হয়েছে। এবার সেই অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়ে পাল্টা লেখিকার বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হল।
এদিকে নোটিশ পাওয়ার পর শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের স্ত্রী জিনিয়া সেনের বিরুদ্ধে গল্প চুরি করার অভিযোগ তুলে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মানহানির মামলা করেন দেবারতি মুখোপাধ্যায়ের আইনজীবী। টলিউড হোক বা বলিউড এমনকি হলিউডের ক্ষেত্রেও বর্তমানে গল্প চুরির অভিযোগের বিষয়টি খুব সাধারন হয়ে উঠেছে। দর্শকদের নতুন নতুন কিছু ছবি উপহার দিতে গিয়েই পড়তে হচ্ছে এই ধরনের নানা সমস্যায়। ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ মুক্তির পরেই দেবারতি মুখোপাধ্যায় দাবি করেন তাঁর লেখা উপন্যাস ‘দিওতিমা’-র সঙ্গে এই সিনেমার গল্পের অনেকখানি মিল রয়েছে। তবে শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায় প্রযোজিত উইন্ডোজ সংস্থার আইনজীবীর কথায়, কেউ যদি মিথ্যা অভিযোগ জানান তাহলে তা কখনই মেনে নেওয়া হবেনা। তাই গল্প চুরির অভিযোগ যে মিথ্যে তা প্রমান করতেই মানহানির মামলা দায়ের করা হয়েছে। বুধবার ই-মেলে এই মামলার নোটিশ পাঠানো হয়েছে দেবারতির কাছে। নোটিশ পাওয়ার পরেই দেবারতি মুখোপাধ্যায়ের আইনজীবী পাল্টা দাবি করেন, “জিনিয়া সেন এই গল্পটি দেবারতি মুখোপাধ্যায়ের উপন্যাসের অনুকরণেই তৈরি করেছেন, এমনকি সোশ্যাল সাইটে সেই বিষয়ে প্রতিবাদ করলে জিনিয়া সেন তাঁর মক্কেলকে অপমান করে মানসিক সুস্থতা কামনা করেছেন পোস্টে।” কিন্তু দেবারতি দাবি করেন, ২০১৮ সালে প্রকাশিত তাঁর লেখা উপন্যাস ‘দিওতিমা’র বিষয়বস্তু ছিল এক অব্রাহ্মণ নারীর পৌরোহিত্য করতে চাওয়ার প্রবল ইচ্ছা এবং তাঁর এই প্রয়াসের বিরুদ্ধে সনাতন সমাজের একাধিক বাধা। এবং গল্পের শেষে দেখানো হয়েছে কিভাবে এই সমস্ত বাধা-বিপত্তি দূরে সরিয়ে নিজের লক্ষ্যে স্থির থেকেছে একজন নারী। এই উপন্যাসে একই সাথে দেখানো হয়েছে তাঁর প্রেমের কাহিনীও। এর সাথে বহুলাংশে মিল রয়েছে শিবপ্রসাদ-নন্দিতার নতুন ছবির গল্পের। তবে দুপক্ষের করা এই মানহানির মামলায় অবশেষে কে জিতবে তা সময় বলবে।Latest posts by news_time (see all)
- কথা রাখছেন সলমন খান - March 24, 2023
- “সব চোরেদের পদবী মোদীই কেন হয়?” বিপাকে রাহুল গান্ধী - March 24, 2023
- চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন - March 24, 2023