
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে বেহাল দশা রাজ্যের অর্থনীতির। তাই পঞ্চম দফার লকডাউন শুরু পর ৮ জুন থেকে সমস্ত সরকারি ও বেসরকারি কর্মীদের অফিসে যাওয়ার জন্য নির্দেশ দেয় মমতা সরকার। কিন্তু পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়তে হয় কর্মীদের। সোমবারই সেই মর্মে পুর কর্মীদের ১০০ শতাংশ হাজিরা নিশ্চিত করতে এবং তাঁদের সুরক্ষার কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা বলেন পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। আর ঠিক সেকারনেই পরিবহণ দফতরের সহযোগিতায় পুর কর্মীদের অফিস যাতায়াতের জন্য বুধবার থেকে মোট ১১টি বাস চালানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকালে এই বাসগুলি ছাড়ার সময় ৮ টা থেকে ৯ টার মধ্যে। অন্যদিকে বিকেলে বাস ছাড়ার সময় ৫টা।
কোন কোন রুটে চলবে এই ১১ টি বাস, দেখে নিনঃ জোকা, ডায়মন্ডহারবার, কল্যাণী, বারাকপুর, গার্ডেনরিচ, বারুইপুর, বারাসত, গার্ডেনরিচ সহ নটি জায়গা থেকে বাসগুলি ছাড়া হবে। প্রসঙ্গত, সোমবার থেকে করোনা আতঙ্ককে উড়িয়ে পুরোদমে নিজ নিজ কাজে যোগদান করেছিলেন পুর কর্মীরা। কিন্তু এখনও পর্যন্ত শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের পরিবহন ব্যবস্থা স্বাভাবিক না হওয়ায় সোমবার লালবাড়ির অন্দর শুরু হয় নানান জল্পনা। যা নজর এড়ায়নি ফিরহাদ হাকিমেরও। এরপরেই সাথে সাথে তিনি এবিষয়ে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানান। ১০০ শতাংশ হাজিরার চক্করে আজ সকাল থেকেই পুরকর্মীরা উপস্থিতি হয়েছেন অফিসে। সরকারি ও বেসরকারি বাসের উপর ভরসা হারিয়ে অনেকেই নিজের পকেট ফাঁকা করে প্রাইভেট কাড়ি আবার অনেকে দূর-দূরান্ত থেকে বাইকের ভরসায় লালবাড়িতে এসে উপস্থিত হয়েছিলেন কর্মীরা। তখনই দূর থেকে আগত কর্মচারীদের কথা চিন্তা করে তাঁদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হয়। বিভিন্ন পিক আপ পয়েন্ট থেকে সেই বিশেষ বাসগুলি পাওয়া যাবেন বলেও জানিয়েছিলেন পুরবোর্ডের প্রশাসক ফিরহাদ হাকিম।Latest posts by news_time (see all)
- দুর্ঘটনায় মৃত্যু পরিজায়ী শ্রমিকের - June 3, 2023
- দুর্ঘটনায় গুরুতর জখম, খোয়া গিয়েছে টাকাও - June 3, 2023
- দুর্ঘটনার কবলে একই পরিবারের ৩ সদস্য, নিখোঁজ ২! - June 3, 2023