
নিউজটাইম ওয়েবডেস্ক : মারাত্মক দূর্ঘটনা শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ঘোষপুকুর ফুলবাড়ি বাইপাস ৩১ নম্বর জাতীয় সড়কের গোয়ালটুলি মোড় এলাকায়।জানা গিয়েছে, এক অন্তঃসত্ত্বা মা’কে ভর্তি করতে ইসলামপুর থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছিল একটি অ্যাম্বুলেন্স।উলটো দিক থেকে আসা একটি গ্যাস ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ওই অ্যাম্বুলেন্সে।
তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয়রা। উদ্ধারকার্য শুরু করেন তারা।আহতদের ৫ দ্রুত নিয়ে যাওয়া হয় ফাঁসিদেওয়া হাসপাতালে, তাঁদের মধ্যে একজন সদ্যজাতও ছিল। তারপর সেখান থেকে স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে । চিকিৎসা চলছে তাঁদের।পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে খতিয়ে দেখছে।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023