অ্যাডিনো মোকাবিলায় শিশুদের জন্য ‘PICU’ ওয়ার্ড চালু

নিউজটাইম ওয়েবডেস্ক : ।। সুমন মজুমদার ।।

নদীয়ার কল্যাণী কলেজ অফ মেডিসিন এন্ড জেএনএম হাসপাতালের চালু হলো ১২ বেডের পিকু বা পেডিয়াটিক্স ইন্সেন্টিভ কেয়ার ইউনিট।গত কয়েকদিন ধরে রাজ্যের পাশাপাশি কল্যাণী জহরলাল নেহরু হাসপাতালেও শিশুদের চিকিৎসার জন্য ভর্তির সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। মূলত জ্বর সর্দি-কাশি ও শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়েই শিশুদের ভর্তি করতে হচ্ছে এই হাসপাতলে।

অ্যাডিনো ভাইরাস চিহ্নিত করার জন্য এই হাসপাতালে কোন ল্যাব নেই। সে ক্ষেত্রে কলকাতার নাইটসেডে পাঠানো হয়। হাসপাতালে শিশুদের জন্য ভেন্টিলেশন এর ব্যবস্থা ছিল না।নদীয়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা সহ পার্শ্ববর্তী অন্যান্য এলাকা থেকেও এই হাসপাতালে চিকিৎসার জন্য শিশুদের আনা হয়।তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় ও স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপাচার্য বারো বেডের শিশুদের জন্য পিকু ওয়ার্ড চালু করেন।কল্যাণী মেডিকেল কলেজের প্রিন্সিপালের দাবি, এতে অনেকটাই সমস্যা সমাধান হবে। কোন শিশুকেই যাতে কলকাতা মুখী না করতে হয় সেই দিকে নজর রাখা হচ্ছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube