
নিউজটাইম ওয়েবডেস্ক : জ্বরের উপসর্গ নিয়ে মৃত্যু এক শিশু কন্যার। মৃত্যুর শংসাপত্র অনুযায়ী ‘অ্যাডিনোভাইরাল ইনফেকশন’-এ মৃত্যু হয়েছে তার। মৃত শিশুকন্যার নাম শ্রেয়া পাল। বয়স ১ বছর ৩ মাস। বাড়ি ব্যান্ডেল দেবানন্দপুর পঞ্চায়েতের হলুদপুল এলাকায়।
বাড়িতে দু’দিন ধরে জ্বরের উপসর্গ নিয়ে চিকিৎসা চলার পর গত ২১ ফেব্রুয়ারি চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করা হয় ওই একরত্তিকে। ঐদিনই তাঁকে কলকাতায় স্থানান্তর করা হয়। তারপর থেকেই শ্রেয়ার চিকিৎসা চলতে থাকে কলকাতা মেডিক্যাল কলেজে। গতকাল গভীর রাতে সেখানেই মৃত্যু হয় শ্রেয়ার।Latest posts by news_time (see all)
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023