
নিউজটাইম ওয়েবডেস্ক : অ্যাডিনো ভাইরাসকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনা জেলাতে ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়েছে। দুজন শিশুর মৃত্যুর পর তড়িঘড়ি স্বাস্থ্য দপ্তর আরো বেশি সতর্ককরণ করেছেন জেলার সমস্ত হাসপাতালগুলিতে। এই মুহূর্তে উত্তর ২৪ পরগনা জেলাতে মোট ৯৮ জন শিশু ভর্তি হয়েছেন।উত্তর ২৪ পরগনা জেলাতে ভর্তি আছেন তিনজন শিশু ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে।
বারাসাত মেডিকেল কলেজ ইতিমধ্যেই পাঁচটা বেড নিযুক্ত করেছে অ্যাডিনো ভাইরাস আক্রান্ত শিশুদেরকে রাখবার জন্য। বারাসাত মেডিকেল কলেজে এই মুহূর্তে ২২ জন শিশু আক্রান্ত হয়ে ভর্তি আছেন তার মধ্যে তিনজনের অক্সিজেন চলছে বলে হাসপাতাল সুপার জানিয়েছেন ।একইসঙ্গে হাসপাতাল সুপার নির্দেশিকা দিয়েছেন যাতে কোন পেশেন্ট রেফার করার আগে তার নজরে আনা হয়।নতুন করে শিশু মৃত্যু যাতে পারতে না পারে সেই জন্য বারাসাত মেডিকেল কলেজ থেকে উত্তর ২৪ পরগনা জেলার স্বাস্থ্য দপ্তর সদর জাগ্রত রয়েছে বলে স্বাস্থ্য দপ্তরের দাবি।Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023