
নিউজটাইম ওয়েবডেস্ক : অ্যাডিনো ভাইরাসে শিশু মৃত্যু অব্যাহত।প্রত্যেকদিনই রাজ্যে শিশুমৃত্যুর ঘটনা উঠে আসছে। কিন্তু এই আতঙ্কের মাঝেই চোখ রাঙাচ্ছে নিউমোনিয়া।গতকাল রাত থেকে আজ পর্যন্ত দুই শিশুর মৃত্যু হয়েছে।দুই শিশুই উত্তর ২৪ পরগণার বাসিন্দা। একজনের বাড়ি বারাসাত, একজনের বাড়ি গোবরডাঙা। দুজনের ডেথ সার্টিফিকিটে মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ‘সিভিয়ার নিউমোনিয়া।’
শিশুরোগ বিশেষজ্ঞ বলছেন, সুমন পোদ্দার বলছে, শিশুদের নিউমোনিয়া ভ্যাকসিন দিয়ে দেওয়া ভালো। শিশুদের মধ্যে জ্বর, শ্বাসকষ্ট, ও অ্যালার্জি দেখা দিলে তৎক্ষণাৎ শিশুদের চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন তিনি। ৫ বছরের নীচে শিশুদের পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিচ্ছেন তিনি।Latest posts by news_time (see all)
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023