
নিউজটাইম ওয়েবডেস্ক : আজ রাজ্যজুড়ে চলছে টেট পরীক্ষা।৫ বছর পর টেট পরীক্ষার শুরুতেই হোঁচট খেল পর্ষদ। অ্যাডমিট কার্ডে লেখা ভুল ঠিকানা। সময়ে হলে পৌঁছতে পারলেন না পরীক্ষার্থী, এই ঘটনা উঠে এসেছে বেশ কিছু। কোথাও এগিয়ে এসেছেন পুলিশ অফিসাররা, বাইকে করে পরীক্ষার্থীকে পৌঁছে দিয়েছেন পরীক্ষাকেন্দ্রে। এগিয়ে গেল নিউজ টাইমও। সঠিক ঠিকানায় পরীক্ষার্থীকে পৌঁছে দিলেন নিউজ টাইমের প্রতিনিধি প্রণব ভট্টাচার্য।
হাসনাবাদের পর্না দাস’এর টেট পরীক্ষার সিট পড়েছিল দক্ষিণ ২৪ পরগনার আমতলায় কন্যা নগর বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুল’এ। পরীক্ষার্থী সেই ঠিকানায় পৌঁছে যায় দক্ষিণ ২৪ পরগনার আমতলায়। সেখানে গিয়ে জানতে পারে তার পরীক্ষা কেন্দ্র এটা নয়, পরীক্ষা কেন্দ্র হল খড়দহ কল্যাণ নগর বিদ্যাপীঠ স্কুলে। সেখান থেকে গিরিশ পার্ক পর্যন্ত গাড়িতে আসেন, মেট্রো ধরে বরানগর থেকে অটো ধরে সোদপুর। সোদপুর স্টেশন থেকে আমাদের প্রতিনিধি প্রণব ভট্টাচার্যের গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল তাকে।। পরীক্ষা হলে পৌঁছাতে পারায় সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানায় তার স্বামী সঞ্জীত দাস।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023