অ্যাকোয়াটিকায় অরিজিৎ-র কনসার্টে যেতে পারবেন বিনামূল্যে, জানুন উপায়

নিউজটাইম ওয়েবডেস্ক : বহু বাঁধা পেরিয়ে আগামীকাল কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে অরিজিৎ সিং’এর কনসার্ট।কলকাতার ওয়াটার থিম পার্ক ‘অ্যাকোয়াটিকা’য় হবে এই অনুষ্ঠান। ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে টিকিট।অরিজিতের ভক্ত-শ্রোতা সংখ্যা তো নেহাত কম নয়, তাই ভিড় সামাল দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন করা চ্যালেঞ্জ আয়োজকদের কাছে।রয়েছে বিধাননগর পুলিশের সহযোগিতা। কিন্তু ছোট্ট একটি সমস্যাও তৈরি হয়েছে সেখানে।

জানা যাচ্ছে, যে পরিমাণ ভিড় হবে অরিজিতের কনসার্টে সেই পরিমাণ গাড়ি পার্ক করার জায়গা নেই। অর্থাৎ কেউ যদি গাড়ি নিয়ে অরিজিতের কনসার্টে যান, তাঁরা সামান্য মুশকিলে পড়বেন।আড়াই হাজার গাড়ি পার্ক করার মতো জায়গাঁ নেই অ্যাকোয়াটিকায়। তাছাড়া সল্টলেক ও নিউটাউনের দিক থেকে যে দুটি রাস্তা অ্যাকোয়াটিকায় গিয়ে মিলেছে, সেই রাস্তাও বেশ সংকীর্ণ। তাহলে উপায়?

সমাধান খুঁজে বের করা হয়েছে ইতিমধ্যেই। অ্যাকোয়াটিকা থেকে এক দেড় কিলোমিটার দূরে গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু সেখান থেকে পায়ে হেঁটে অনুষ্ঠানস্থলে যাওয়া, সেও তো এক ঝক্কি। সেই সমাধানও করেছে আয়োজকরা। পার্কিং লটের কাছেই উপস্থিত থাকবে ৬০ টি টোটো। এই টোটোয় চেপেই দর্শকেরা পৌঁছবেন কনসার্টে।এক পয়সাও মূল্য দিতে হবে না এর জন্য।

আগামীকাল প্রায় ১০ থেকে ১২ হাজার দর্শক উপস্থিত থাকবেন অরিজিৎ সিং’এর কনসার্টে। ভিড় সামাল দেওয়ার জন্য মোতায়েন থাকবে পুলিশ। উপস্থিত থাকবেন ডিসি ও এসি পদমর্যাদার অফিসাররা। ট্রাফিকে যাতে সমস্যা না হয় সেইদিকেও নজর রাখা হচ্ছে। সব মিলিয়ে এই কনসার্ট যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেই দিকে নজর রাখছে অনুষ্ঠান আয়োজকরা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube