
নিউজটাইম ওয়েবডেস্ক : ‘প্রজেক্ট-কে’ সিনেমার সেটে গুরুতর আহত হলেন অমিতাভ বচ্চন। সিনেমার জন্য অ্যাকশন দৃশ্যে শ্যুটিং করতে গিয়ে বুকের পাঁজরে আঘাত পেলেন। তাঁর বুকের পাঁজরের তরুনাস্থি ছিঁড়ে গিয়েছে। একই সঙ্গে ছিঁড়ে গিয়েছে ডান পাঁজরের পেশি। শ্যুটিং স্থগিত রেখেই বাড়ি ফিরছেন অভিনেতা।
অভিনেতা অমিতাভ বচ্চন নিজেই সেই কথা জানিয়েছেন তাঁর ব্লগে। অভিনেতা সেখানে লিখেছেন, ‘হায়দ্রাবাদে প্রজেক্ট কে সিনেমার অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে আহত হয়েছি। বুকের পাঁজরের তরুনাস্থি ছিঁড়ে গিয়েছে, ডান পাঁজরের পেশিও ছিঁড়ে গিয়েছে। শুটিং বাতিল।’ জানা যাচ্ছে, হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে ডাক্তার দেখিয়েছেন তিনি, সিটি স্ক্যানও করিয়েছেন, এরপরেই তিনি মুম্বইতে ফিরে এসেছেন। তাঁর বুকে ব্যান্ডেজ করে হয়েছে। ফলে বাতিল করা হয়েছে শুটিং। চিকিৎসকের পরামর্শে তিনি সুস্থ হয়ে যাওয়া পর্যন্ত বিশ্রাম নেবেন।Latest posts by news_time (see all)
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023