অস্কার-২০২০

নিউজটাইম ওয়েবডেস্ক :  লস অ্যাঞ্জেলসে শেষ হল ৯২ তম অ্যাকাডেমি পুরস্কার ঘোষণার পর্ব । এবার সবমিলিয়ে ৯ টি ছবি বেস্ট পিকচার ক্যাটেগরিতে মনোনীত হয়েছে। ওয়ান্স আপঅন ও টাইম এিন হলিউড ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন ব্র্যাড পিট। গতবছরের মতো এবারও অস্কার হোস্টলেস ইভেন্ট।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সেরা মুভি হিসেবে ৯২তম অস্কার জিতে নিল দক্ষিণ কোরিয়ার ছবি ‘প্যারাসাইট’। ছবিটির গল্প ছিল চার সদস্যের একটি পরিবারকে ঘিরে । দারিদ্র্য সীমার নিচে বাস করা সেই পরিবারটি পিত্‍‌জার বাক্স বানিয়ে জীবিকা চালায়। একদিন পরিবারের ছেলে সন্তানটি আবিষ্কার করে তাদের বাসা থেকে কয়েকটি সিঁড়ি উপরে উঠলেই ওয়াইফাই পাওয়া যায়। ভালো থাকার চেষ্টায় একসময় ছেলেটি ও মেয়েটি ধনীর সন্তানদের পড়াতে এবং ছবি আঁকা শেখাতে যায়। একসময় তাদের মনে হয়, নিজের বাড়ির চাইতে অন্যের বাড়িতেই তাদের বেশি ভালো লাগছে। কারণ সেখানে সব সুযোগসুবিধা পাওয়া যায়। এভাবেই আগাতে থাকে ছবির গল্প।
 প্রসঙ্গত কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ সম্মান ‘পাম দর’ পেয়েছিল ‘প্যারাসাইট’ ছবিটি। জোয়াকুইন ফোনিক্স জোকারের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন।

আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে এ বছর মনোনয়ন পেয়েছিল স্প্যানিশ চলচ্চিত্রকার পেদ্রো আলমদোভারের জীবনীভিত্তিক ছবি পেইন অ্যান্ড গ্লোরি। ছবির অভিনেতা অ্যান্টোনিও ব্যান্ডেরাস সেরা অভিনেতার পুরস্কার ঘরে তোলেন। এছাড়াও মনোনয়নের তালিকায় ছিল করপাস ক্রিস্টি, হানিল্যান্ড এবং লা মিজারেবলস।

 

লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ৯ ফেব্রুয়ারি স্থানীয় সময় রাত আটটায় শুরু হয় অস্কারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ৯২ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসরে গতবারের মতো এ বারও অস্কারে কোনও সঞ্চালক ছিলেন না।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube