অসুস্থ হয়ে গৃহবন্দি দেব, ফ্যানেদের নিজেই জানালেন গোলন্দাজ

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা ভাইরাস আতঙ্কে লকডাউন চলছে সারা দেশে। তবে প্রধানমন্ত্রীর এই ঘোষনার বেশ কিছুদিন আগে থেকেই বন্ধ হয়েছিল টলি পাড়ার সমস্ত শুটিং । ২০শে মার্চ বাতিল হয়েছিল দেবের প্রথম বাংলাদেশী ছবি ‘কোমাণ্ডো’-র বাংলাদেশ ও তাইল্যান্ডের শুটিংপর্ব। তবে নিজের টলিউডের আপকামিন বায়োগ্রাফিকাল ড্রামা ‘গোলন্দাজ’-এর জন্য গৃহবন্দী হয়ে ফুটবল এর অনুশীলন করতে গিয়েই পায়ে বেজায় চোট পেয়েছেন দেব।

বর্তমানে পুরোপুরি বেডরেস্টে রয়েছেন দেব। শেয়ার করেছেন নিজের আহত পায়ের ছবি ও।
 

   
চলতি বছরে তাঁর অভিনীত এবং প্রযোজিত মিলিয়ে প্রায় চারটি ছবি মুক্তির জন্য তৈরি হচ্ছিল। তালিকায় রয়েছে ‘গোলন্দাজ’, টনিক, হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী ও কিশমিশ।তবে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার হাত থেকে বাঁচতে বর্তমানে বন্ধ রয়েছে সমস্তও শুটিং। তাই আদতেও কি নির্ধারিত সময় মুক্তি পাবে ছবি গুলি। উত্তর দেবে সময়।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube