অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে কন্যাদান করলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক

বাবা-মা এর মৃত্যুর পর অসহায় তিন বোন। এক ভাই থাকলেও তার মৃত্যু হয়েছে অনেকদিন আগেই। দুই বোনের বিয়ে হয়ে গেলেও ছোট বোন সোনালী রাজভরের বিয়ে নিয়ে সমস্যায় পড়ে সোনালীর দিদি কোচবিহার দশ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ স্ট্রিটের বাসিন্দা টুকি রাজভর।

আর্থিক অনটনের কারণে বিভিন্ন জায়গায় সাহায্যের জন্য ঘুরে বেড়িয়েছেন টুকি রাজভর। অবশেষে টুকি রাজভরের বোন সোনালী রাজভরের বিয়ের সমস্ত দায়িত্ব নিজের হাতে তুলে নেন স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। শুধু বিয়ের যাবতীয় খরচ নয় রীতিমতো বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে কন্যাদান সারলেন মন্ত্রী নিশীথ প্রামানিক। মন্ত্রীর এই উদ্যোগে খুশি সোনালী পরিবারসহ এলাকাবাসীরাও।

জানা যায় কোচবিহার শহরের ১০ নম্বর ওয়ার্ডের দরিদ্র পরিবারের যুবতী সোনালী রাজভরের বিয়ে ঠিক হয় কিছুদিন আগে। কিন্তু অত্যন্ত দরিদ্রতার জন্য কিভাবে বিয়ে পার করবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে ওই পরিবার। কিন্তু এই খবরটি কোচবিহারের সাংসদ তথা মন্ত্রী নিশীথ প্রামানিকের কানে পৌঁছলে তিনি ওই যুবতীর বিয়ের সমস্ত খরচের দায়িত্ব নেন। শুধু তাই নয় এদিন সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে নিজেই কন্যা দান করে সোনালী রাজভরের বিয়ে দিলেন মন্ত্রী নিশীথ প্রামাণিক। তার এই কর্মকান্ডে খুশি ওই পরিবার থেকে এলাকাবাসী সকলেই। বিয়েতে আসা মানুষজনও মন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube