
নিউজটাইম ওয়েবডেস্ক : তেল চুরি করতে গিয়ে পাইপলাইন বিস্ফোরণ। যার জেরে ভয়াবহ আগুন অসমে। তেলের পাইপলাইন বিস্ফোরণের তীব্রতা ছিল অত্যন্ত বেশি। এখনোও পর্যন্ত অগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি। এখনও দাউ দাউ করে জ্বলছে আগুন।
আসামের ডিব্রুগড় জেলার বুরহি দিহিং নদীতে ঘটেছে এমন ভয়ঙ্কর অগ্নিকান্ডের ঘটনাটি। নদীতে তেল পড়ে এই ঘটনা ঘটেছে বলে অনুমান। অভিযোগ, তেল চুরি করতে গিয়েই ঘটেছে এই অগ্নিকান্ড।বিগত কয়েকদিন ধরেই বিশাল অগ্নিবলয় এই অঞ্চলটিকে ঘিরে রেখেছে। এখনও নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি আগুন। এরপরেই স্থানীয় প্রশাসনকে জানায় গ্রামবাসীরা। তবে কর্তৃপক্ষ এখনও অবধি আগুন নেভাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ আনের জন্য কোন পদক্ষোপ নেননি। স্থানীয় সুত্রের খবর, অয়েল ইন্ডিয়া লিমিটেড, দুলিয়াজন প্লান্টের অপরিশোধিত তেল নদীর জলের সাথে যুক্ত করূআ একটি পাইপ যুক্ত করাছিল। সেই পাইপ দিয়ে অপরিশোধিত তেল আসার পরে কিছু দুষ্কৃতি তাতে আগুন ধরিয়ে দেয়।Latest posts by news_time (see all)
- বিশ্বজয় করে বাড়ি ফিরলেন হৃষিতা - February 2, 2023
- সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, চাঞ্চল্য - February 2, 2023
- রিজিওনাল ফরেন্সিক ল্যাবরেটরির উদ্বোধনে মুখ্যমন্ত্রী - February 2, 2023