
স্বর্ণালী মান্না
অসমের রাজ্যপাল গুলাব চন্দ কাটারিয়া ২১ জন ব্যক্তিকে রাজ্যের অসামরিক সম্মান- অসম বৈভব, অসম গৌরব, ও অসম সৌরভ, প্রদান করেন । শুক্রবার এই অনুষ্ঠান আয়োজিত হয় শ্রিমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে । উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ।
পুরস্কার গুলি দেওয়া হয় বিভিন্ন বিষয়ে অবদানের জন্য । বিষয় গুলি হল স্বাস্থ্য, কলা ও সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান, কৃষি, ইত্যাদি ।
পুরস্কারের মধ্যে থাকে সরকারি হাসপাতালে বিনামুল্যে চিকিৎসা, রাজ্যের সার্কিট হাউস, গেস্ট হাউস ও অসম ভবনে বিনামুল্যে থাকার সুবিধা ।এর সঙ্গে থাকছে সরকারি অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হয়ে জাওার সুযোগ ।
স্বাস্থ্য বিভাগে অসামান্য অবদানের জন্য ডঃ তপন কুমার সাইকিয়া কে অসম বৈভব পুরস্কারে পুরস্কৃত করা হয় ।অসম সৌরভ দেওয়া হয় ৫ জনকে । কলা ও সংস্কৃতি বিভাগে কৃষ্ণ রায় (চলমান নাটক), ক্রীড়া বিভাগে গিলবার্টসন সাংমা (ফুটবল) ও নয়ণ মণি সাইকিয়া (লন বোলস), বিজ্ঞান বিভাগে বিনয় কুমার সাইকিয়া পুরস্কৃত হন । অসম গৌরব প্রদান করা হয় ধৃতিমালা ডেকা সহ আরও ১৪ জনকে ।
- রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে সম্মানহানির মামলা - May 30, 2023
- আবার চড়বে পারদ ? - May 30, 2023
- এসটিএফের অভিযানে বানচাল গাঁজা পাচারের ছক - May 30, 2023