
নিউজটাইম ওয়েবডেস্ক : অসমে অয়েল ইন্ডিয়া লিমিটেডের প্রাকৃতিক গ্যাসকূপে আগুন নেভাতে গিয়ে মারা গেলেন দুই দমকল কর্মী। মঙ্গলবার আগুন লাগে, ছুটে যায় দমকল। বুধবার সকালে এই দুই কর্মীর মৃতদেহ উদ্ধার করে এনডিআরএফের লোকজন।
উদ্ধারকাজে লাগা ন্যাশানাল ডিসাস্টার রেসপন্স ফোর্স এর লোকজন তিনশুকিয়ার বাঘজানে একটা পুকুর থেকে দুই দমকল কর্মীর দেহ উদ্ধার করেছে। ২৭ শে মে থেকেই এই গ্যাসকূপে লিক শুরু হয়। প্রায় চোদ্দো দিন ধরে গ্যাস বেরোয়, সেখান থেকে, গতকাল সেখানে আগুন লেগে যায়। এনডিআরএফ আধিকারিক জানান যে মৃতরা হলেন দুর্লভ গোগোই (৩০) ও বিকেশ্বর গোহেইন (৫৬)। দুজনেই অয়েল ইন্ডিয়ার হয়ে অগ্নিনির্বাপনের কাজ করতেন। সকাল দশটা নাগাদ দুই মৃতদেহ পাওয়া যায়। সেগুলি স্থানীয় প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার জানানো হয়েছিল যে শুধু একজন ওএনজিসি-র কর্মী আহত হয়েছেন। গত ২৭ মে বাঘজান গ্যাসকূপে ব্লো আউট হয় যখন ৩৭২৯ মিটার নীচে একটি রিজার্ভার থেকে গ্যাস বার করার চেষ্টা করা হচ্ছিল। ব্লোআউট তখন হয় যখন প্রেসার সিস্টেম ফেল করে ও অনিয়ন্ত্রিত ভাবে অপরিশোধিত তেল সেখানে থেকে বেরিয়ো যায়। এরপর স্থানীয় প্রায় দুই হাজার মানুষকে চারটি রিলিফ ক্যাম্প পাঠানো হয়। কিন্তু প্রায় দুই সপ্তাহ ধরে কোনও সমাধানসূত্র পায়নি প্রশাসন। ফলে বলি হল দুটি নিরীহ প্রাণ।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022