অসমাপ্ত সেতুকে কেন্দ্র করে শাসক-বিরোধী তর্জা

বাঁকুড়ার ওন্দা ব্লকের দ্বারকেশ্বর নদের উপর চাবড়ায় অর্ধ সমাপ্ত সেতুকে ঘিরে শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক তর্জা । প্রসঙ্গত ওন্দা ব্লকের চাবড়ায় দ্বারকেশ্বর নদের উপর সেতু তৈরির পরিকল্পনা নেওয়া হয় ।

২০১৬ সালে এই সরকারের আমলেই শুরু হয় সেতু নির্মানের কাজ । তবে আজও সেই সেতু সম্পূর্ন হয়নি । এবার সেই সেতু সম্পূর্ণ না হওয়ার পিছনে ওন্দার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ককে কাঠগড়ায় তুলেছেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা ।

ওন্দার নিকুঞ্জপুরে দলীয় এক সভায় ওন্দার বিজেপি বিধায়ক অমর নাথ শাখা প্রকাশ্যে বলেন, চাবড়ার ব্রিজ এখনও সম্পূর্ন হয় নি । কারণ ব্রিজের রড খেয়ে নিয়েছে তৃণমূলের প্রাক্তন বিধায়ক অরূপ খাঁ ।

এর পাশাপাশি দ্বারকেশ্বর নদের উপরে সুরপানগরের কজওয়ে নিয়েও অরূপ খাঁ-এর বিরুদ্ধে একাধিক   অভিযোগ তুলেছেন তিনি । তিনি বলেন, এই কজওয়ে নির্মান হয়েছে বারো মাস পকেট ভরানোর জন্য ।

বিজেপি বিধায়কের এই অভিযোগের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন ওন্দার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক অরূপ খাঁ । তিনি বলেন এদের মিথ্যে কথা বলাটাই স্বভাব । সেতুর কাজ থমকে আছে ঠিকাদার সংস্থা ও সেচ দফতরের মধ্যে কোন সমস্যার কারণে, তবে খুব শীঘ্রই সেতু নির্মান শুরু হবে বলেই দাবি করেছেন প্রাক্তন বিধায়ক ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube