
অলিম্পিকে ব্রাত্যই থাকল ক্রিকেট। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অর্ন্তভুক্ত হল না ক্রিকেট। লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে নতুন ২৮টি খেলা অর্ন্তভুক্ত হবে।
টি টোয়েন্টি ক্রিকেটকে অলিম্পিকে অর্ন্তভূক্ত করার বিষয়টি অনেকদূর এগোলেও শেষ পর্যন্ত আইওসি ব্রাত্যই রাখল ক্রিকেটকে। মনে করা হচ্ছে ২০০২ সালের অলিম্পিকে ২২ গজের খেলাকে দেখা যেতে পারে।
ইতিমধ্যেই আইসিসির তরফে একটি অলিম্পিক কমিটি গঠন করা হয়েছে। যার নেতৃত্বে আছেন জয় শাহ। আইওসির সঙ্গে আলোচনা চালাচ্ছে এই কমিটি। তবে ক্রিকেট প্রেমীদের জন্য অপেক্ষা আরও বাড়ল।
Latest posts by Priyanka Banerjee (see all)
- ২০২৩-এ তান্ত্রিকতায় ‘শিশুবলি!’ অগ্নিগর্ভ তিলজলা - March 27, 2023
- চোয়াল ফুঁড়ে লোহার রড, পাঁচ ঘন্টা পর মুক্তি বালকের - March 27, 2023
- ডেকে নিয়ে গিয়ে খুন! - March 27, 2023