অর্থনৈতিক বৃদ্ধির উপরেই এখন সবচেয়ে বেশি জোর দেওয়া হবে: আরবিআইয়ের গভর্নর

নিউজটাইম ওয়েবডেস্ক : দেশের সামগ্রিক অর্থনৈতিক বৃদ্ধি করাই এখন সবচেয়ে জরুরি, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান রজনীশ কুমারের সঙ্গে এক আলাপচারিতায় একথাই বললেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। সপ্তম এসবিআই ব্যাঙ্কিং অ্যান্ড ইকোনমিক্স কনক্লেভের মঞ্চে ভিডিও কনফারেন্সের মারফৎ নিজের মত ব্যক্ত করেন আরবিআইয়ের গভর্নর। দেশে করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত লক্ষ্য করে গত মার্চ মাস থেকেই দেশব্যাপী অত্যন্ত কড়া লকডাউন জারি করে কেন্দ্রীয় সরকার। ফলে বিরাট আর্থিক ক্ষতিম মুখে পড়ে দেশের সামগ্রিক অর্থনীতি। এই সময়ে বহু মানুষ চাকরি খুইয়েছেন। বহু অর্থনীতিবিদই কোভিড- ১৯ পরিস্থিতিতে চলতি বছরে ভয়ঙ্কর মন্দার হুঁশিয়ারি দিয়েছেন।

এদিকে দেশে করোনা সংক্রমণ ধারাবাহিকভাবে বাড়ছে। পরিসংখ্যানের দিকে তাকালে শিউরে উঠতে হয়। কারণ করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ভারতে ১ লক্ষে পৌঁছাতে ১১০ দিন সময় লেগেছিল, আর সেই সংখ্যা ৮ লক্ষের বেশি হতে সময় লেগেছে মাত্র ৫২ দিন। সব মিলিয়ে দেশে এই মারণ রোগে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮,২০,৯১৬ জনে। একদিনের মধ্যে সারা দেশে ৫১৯ জনের প্রাণ কেড়েছে কোভিড- ১৯। ফলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা গিয়ে পৌঁছেছে ২২,১২৩ জনে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube