
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। মাসুম আখতার ।।
তৃণমূল সমর্থিত এক্সাইড পার্মানেন্ট মজদুর মোর্চার ইউনিয়ন অফিস ঘিরে মঙ্গলবার উত্তেজনার সৃষ্টি হয়েছিল জগদ্দলের আতপুরে। সেই ঘটনায় গন্ডগোলের কারনে মজদুর মোর্চার চারজন সমর্থককে জগদ্দল থানার পুলিশ গ্রেপ্তার করেছিল। বৃহস্পতিবার রাতে মজদুর মোর্চার কার্যকরী সভাপতি সঞ্জয় সিংকে থানায় ডেকে প্রথমে আটক পরে গ্রেফতার করেছে বলে অভিযোগ। প্রতিবাদ জানিয়ে মজদুর মোর্চা সমর্থিত শ্রমিকরা থানার সামনে ঘোষপাড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের দাবি, শ্রমিক নেতা সঞ্জয় সিং-কে অবিলম্বে মুক্তি দিতে হবে।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023