অরিজিৎ সিং এবং তাঁর মায়ের স্মৃতিচারণে রূপম ইসলাম

নিউজটাইম ওয়েবডেস্ক : রূপম ইসলাম এবং অরিজিৎ সিং, বাংলার এই দুই গায়ক সঙ্গীত জগতের মধ্যমণি। ভক্তরা এই দুজনের মধ্যে মিল খুঁজে পান অনেক। দুজনেই সুরের সম্রাট, দুজনেই মাটির মানুষ। রূপম ইসলামের রক গানের ভক্ত যেমন অনেক, অরিজিৎ সিং’এর বাংলা,বলিউড কিংবা সুফি গানের ভক্তও অনেক। এবার অরিজিতের ভক্তের দলে নিজের পরিচয় দিলেন খোদ রূপম ইসলাম।

চলতি বছরে কলকাতায় অরিজিৎ সিং’এর কনসার্ট নিয়ে ঝড় বয়ে গিয়েছে অনেক। ইকো ক্লাব প্রাঙ্গনে হওয়ার কথা ছিল এই অনুষ্ঠান। পরে প্রশাসনিক আপত্তিতে সেই কনসার্ট সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অ্যাকোয়াটিকায়। আগামী ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে অরিজিৎ সিং’এর কনসার্ট। সেই কনসার্টে সকলকে যাওয়ার ডাক দিলেন রুপম ইসলাম। অরিজিৎ এবং তাঁর মায়ের সঙ্গে আলাপের স্মৃতিচারণও করলেন।

আজ সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে রূপম লিখলেন, “এর আগে আমি অরিজিতের শহরে পারফর্ম করেছি। সে নিয়ে অনেক সুখস্মৃতি রয়েছে, যা আজও টাটকা। কাকিমা মানে অরিজিতের মায়ের সঙ্গে আলাপ হওয়াটা ছিল সবচেয়ে বড় প্রাপ্তি। আজ তো তিনি আর নেই। স্মৃতিটুকু থেকে যায়।” এর সঙ্গেই অরিজিৎ সিং এর কনসার্ট নিয়ে রূপম লিখলেন, “ অরিজিৎ সিং আরেকবার আমার শহর মাতাতে আসছে। আমি অবশ্যই থাকছি দর্শক-শ্রোতা হিসেবে। জানিই, দারুণ একটা কনসার্ট দেখব। তোমরা আসছ তো ?”

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube