
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। প্রসেনজিৎ সাহা ।।
‘ভালোবাসার নাম অরিজিৎ’ ফেসবুক পোস্টে লিখে বিয়ের এক মাসের মাথায় গঙ্গায় ঝাঁপ গড়িয়ার যুবকের।মৃতের নাম অরিজিৎ দে, বয়স ২৬ । ১২ বছর ধরে প্রেমের সম্পর্ক পাটুলীর বাসিন্দা প্রিয়াম্পী দত্তের সাথে। দুজনে একইসাথে গড়িয়ার বরদাপ্রসাদ স্কুলে পড়ত। সেই থেকেই দুজনের সম্পর্ক। ১৭ই জানুয়ারী বিয়ে হয় তাদের। মোবাইল ব্যবসার সাথে যুক্ত অরিজিত। পরিবার সুত্রে জানা গিয়েছে গতকাল রাতে ৭টা নাগাদ বাড়ি থেকে বের হয় অরিজিত। রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় তার খোঁজ শুরু হয়। বাড়ি থেকে মা ও স্ত্রী ফোন করলে বাড়ি আসছি বলে জানায়। যদিও রাতে বাড়ি ফেরেনি। বাড়ি থেকে নিজের বাইক নিয়ে বেরিয়েছিল অরিজিত। বন্ধুদের সুত্রে জানা গিয়েছে তাদের সাথে প্রায় মধ্যরাত পর্যন্ত আড্ডা মারে। তবে অরিজিতকে একটু আপসেট লাগছিল বলে জানান তারা। দ্বিতীয় হুগলী সেতুর উপর বাইক রেখে গঙ্গায় ঝাপ দিয়েছে বলে জানা গিয়েছে। কি কারনে এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023