
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। শুভশ্রী মুহুরী ।।
অরিজিৎ সিং এর কনসার্ট শুনতে যাবেন তিনি, এই কথা আগেই সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন রূপম।পরিকল্পনামতো গেলেনও গান শুনতে। এরপর অনুষ্ঠানে যা হল, রাত পেরিয়ে সকাল হলেও তার ঘোর কাটাতে পারছে না কলকাতাবাসী। অরিজিৎ গতকাল অনুষ্ঠানে শুধু নিজের গান গাইলেন তাই-ই নয়।মান্না দে থেকে শুরু করে জনপ্রিয় শিল্পীদের গান শুনল কলকাতাবাসী তাঁর কন্ঠে।অনুষ্ঠানে যে ‘রকস্টার’ উপস্থিত রয়েছেন, তাঁকে কীভাবে ভুলে যায় অরিজিৎ! এরপর গোটা কলকাতা সাক্ষী থাকল মুহূর্তের। অরিজিতের কনসার্টের দর্শকাসনের সামনের সারিতে দাঁড়িয়ে রয়েছেন রূপম। মঞ্চে দাঁড়িয়ে অরিজিৎ কন্ঠে সুর তুললেন, ‘এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস’। মুহূর্তেই যেন তুফান উঠল কনসার্টে।এই গান যাঁর, সেই রকস্টার রূপম ইসলামের হাতে উঠল মাইক। রূপম গাইত শুরু করলেন, ‘না না যাচ্ছি না, কোথাও যাচ্ছি না…’ পিছনে গিটার বাজাচ্ছেন অরিজিৎ।মূহূর্ত তৈরি হতে থাকল। শ্রোতারা মুগ্ধ হয়ে শুধু শুনলেন, কেবল শুনলেন। এরপর অরিজিতচিত স্বভাবে, অরিজিৎ নেমে এলেন স্টেজ থেকে। গিটার বাজালেন তিনি, গান গাইলেন রূপম।কনসার্ট তখন ফেটে পড়ছে অরিজিৎ-রূপমের ভক্তদের উচ্ছ্বাসে, উল্লাসে। দর্শকেরা দেখলেন, দেখলেন কীভাবে গানের আবেশে নিমেষে ডুব দেওয়া যায়।কীভাবে আচ্ছন্ন হওয়া যায় সঙ্গীত জগতের দুই ম্যজিশিয়ানের সুরের যাদুতে।মূহূর্ত তৈরি হতে থাকল…ঘোর কাটল না কলকাতার। রূপম ফেসবুকে লিখলেন, ‘এই প্রথম আমাদের সামনাসামনি দেখা হল। তাও আবার গানে গানে। এর চেয়ে ভালো আর কী হত! সম্পূর্ণ অনুষ্ঠান দারুণ আনন্দ করেছি। বিশেষ করে তোমার গলায় ‘ভূত আর তিলোত্তমা’-শেষ পাতে ছিল উপরি পাওনা। আবার হবে।’Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023