অরিজিৎ’এর ‘গেরুয়া’ নিয়ে চর্চা সোশ্যাল মিডিয়ায়

নিউজটাইম ওয়েবডেস্ক : গতকাল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হয়। অনুষ্ঠানের মঞ্চ একেবারে তারকাদের আলোয় ঝলমলে। অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান, কুমার শানু থেকে শুরু করে অরিজিৎ সিং, কে ছিলেন না সেখানে। সামনের সারিতে বসে ছিলেন মুখ্যমন্ত্রী। মঞ্চ যেন একেবারে চাঁদের হাট।

সেই মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশাপাশি বহু তারকা নিজেদের বক্তব্য দেন। বক্তব্য দেন্ম অরিজিৎ সিং’ও। গায়ক যেঁ একেবারেই প্রচারবিমুখ তা অনেকেই জানেন। এই দিনও মঞ্চে উঠতে চাননি তিনি। যদিও পরবর্তীতে মঞ্চে উঠে একেবারে পিছনের সারিতে বসেন তিনি। এরপর তাঁকে বক্তব্য দিতে ডাকা হয়।

অতি সংক্ষেপে বক্তব্য দেন অরিজিৎ। তিনি এদিন বলেন, ‘নমস্কার, আশাকরি সকলে ভালো আছেন। আমরা সকলে ছবি দেখতে খুব ভালোবাসি। এই উৎসবকে সফল করার অনুরোধ জানাচ্ছি।’ এতটুকুই বক্তব্য দিতে চাইছিলেন গায়ক। তবে পারলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’এর জন্য।

তাঁকে মঞ্চে দেখেই দু লাইন গান গাইতে বলেন মমতা। অরিজিৎ বলেন, ‘একটা গান গেয়ে দিই, ল্যাটা চুকে যাবে’। দু লাইন গান গাইবেন, এমনটাই বলেন শুরুতে। ‘বোঝে না, সে বোঝে না’ গানটি গান এক লাইন। এরপর শাহরুখ খান মঞ্চে রয়েছেন বলে, শাহরুখের লিপে নিজের গাওয়া ব্যাপক জনপ্রিয় গান, ‘রং দে তু মোহে গেরুয়া’ গানটি গান এক লাইন। এই ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube